চঞ্চল চিত্ত, বড়ো অস্থির,
মিলন পিপাসায় সে অধীর
জানে না কার খোঁজে,
ব্যস্ত সে সারাদিন,
হেতায় ওথায় ঘুরে বেড়ায়
যেন এক সোনার হরিণ
এমনি এক দিনে ঘোড়ায় চড়ে
এলো এক রাজ্ পুত্তুর
কি আনন্দ চারিদিকে
বৃষ্টি পড়লো টাপুর টুপুর
সাজলো মন ফুলের গয়নায়
পড়লো লাল চুমকি শাড়ি
রাজপুত্তুরকে বললো গিয়ে
আমায় নিয়ে যাও চাঁদের বাড়ি
সেথায় গিয়ে ভালোবাসবো সখা
বলবো অনেক প্রেমের কথা
তোমায় জড়িয়ে ধরে বলবো
আমি যে তোমার রাজকন্যা
তুমি হবে আমার বন্ধু
চিরদিনের সঙ্গী
কথা দিলাম তোমার প্রেমে
থাকবো চিরজীবন বন্দি