ভোরের ভৈরবী রাগ তুমি,
তুমি গোধুলীর ইমন।
তোমায় ছাড়া অসম্পূর্ন আমি,
আমি শরীর, তুমি বসন।
আমি চোখ, তুমি দৃষ্টি,
তুমি মরিচীকা, আমি জল।
সারাবেলা খুঁজে ফিরি,
তুমি অন্ধকারে, আলোর দীপ্তি।
তোমার হাতে, আমার হাত,
জীবন যেন অমৃত আস্বাদ,
তুমি অন্ধকারে, আলোর সিন্ধু,
তুমি আমার প্রকৃত বন্ধু।