মা আমায় একটু,
আশীর্বাদ করবে?
যাতে আমি সব,
বিরহ বেদনা, সব যন্ত্রনা,
ভুলে যেতে পারি!
মা, আমায় একটু,
জড়িয়ে ধরবে?
যাতে আমি চোখের,
সব জল, তোমার আঁচলে
মুছে ফেলতে পারি?
মা, আমায় একটু,
ঠান্ডা জল দেবে?
যাতে হৃদয়ের জ্বালা,
সব মিটিয়ে দিতে পারি!
মা, আমায় একটু
অমৃত দেবে?
যাতে আমি আমার
মনের সব ঘৃণা,
ধুয়ে দিতে পারি?
মা, আমায় একটু
শাসন করবে?
যাতে আমি আমার,
ভুল বুঝতে পারি!
মাগো, আমি তো
ঠিক পথেই ছিলাম,
তবে কেন গো?
ঝড়ে সব এলোমেলো
হয়ে গেলো?
মা, আমি যে
কিছু গুছাতে পারছি না,
আমায় তুমি একটু
গুছিয়ে দেবে?
যাতে আমি আবার
পথ চলতে পারি!