কি পেলাম আর কি দিলাম
হিসাব করি যখন
মনে হয় এ শুধু পরিহাস
বৃথা যে এই জীবন
রাত ফুরায় ভোর হয়
দিনের আলো উজ্বল
যদি অমাবস্যার কালো
কেটে যেত সত্ত্বর
খুশি আমার ঘুম ভাঙাত
আমি নয়ন মুছতাম
আবার সুখ আলিঙ্গন করে
পাখীর মত উড়তাম
কালো মেঘ তো ঢাকবে আকাশ
প্রকৃতির যে নিয়ম
আমার পথ বলতে পারো
কেন সখী দুর্গম?
মেনে তো নিতে হবে
যা হচ্ছে হোক
একদিন তো সূর্য উঠবে
আঁধার যতই কালো হোক