একলা দিন একলা রাত বৃষ্টি হাতে ভিজছে ছাদ
নিস্পলক একলা চোখ
ভিজছে চুল ভাংছে কুল অনেক ভুল
গভীরে, দেখা হোক
বিরামহীন নিত্যদিন সঙ্গীহীন
এক জীবন
এগিয়ে যায় দাঁড়িয়ে যায় ফিরে তাকায়
নষ্ট মন
ডাকছে দুর অচেনা সুর ঘনিষ্ঠ হওয়ার ভর দুপুর
ক্লান্ত দেহ
মিলছে ছাই অসহায় ভুল জমায়
নিরুৎসাহ
হাজার তর্ক কথা শেষ মৃত সম্পর্ক
তবুও let's chill
কিসের ভয়? আতঙ্ক নয় ! সুখের দাবি
sleeping pill
উষ্ণ ছোঁয়া রক্তে পাওয়া হারিয়ে যাওয়া
checkmate
রাঙ্গিয়ে তুলে পুড়িয়ে ফেলে কোনটা বেশী
চুম্বন না cigarette?