আমরা দুজনে দুজনার ভূবনে মুগ্ধ মধুর বিরহে
তপ্ত শহরের ব্যস্ত জনস্রোতে পুরছি আগামীর দহনে,
আমরা দুজনে কবিতার খাতায় ঝড় তুলি মিলন ব্যথা ভূলে
মগ্ন রাতের আড়িপাতা অন্ধকারে
তোমার-আমার নিংস্বাস হারায় নষ্ট সময়ের দেয়ালে ।
আজ তবে চলো নতুন করে হাতে হাত রাখি
সব নিরবতা ভেঙ্গে, দুজনে দুজনার মাঝে বাচিঁ ।