তুমি যদি চাও...............
আত্নরক্ষার প্রত্যাশায় দু-হাত তুলে দিতে পারি আকাশে
............. এই তারা খসার রাতে,
তুমি চাইলে, আবারো দৃষ্টিরা করবে খেলা
............ ছানি পড়া আমার এ দু-চোখে।
তুমি চাইলেই এনে দিতে পারো উত্তাপ
শিথিল হয়ে পরে থাকা আমার এ শরীরে............
আলো জ্বেলে নতুন সন্ধ্যা সাজবে আমার এ ঘুমন্ত মনে
তোমার ভালোবাসা যদি ছুতে দাও আমায়,
............ আবারও বুনো ঝড় তুলবো আমি এ ঝাউবনে।
তুমি যদি চাও...... আবারও জেগে উঠবো
শুষ্ক এ ঠোটে নতুন করে হাসি ফুটাবো
............. তোমার সাথে ভেসে যাব আমি
চন্দ্রালোক পেরিয়ে...... দূর হতে বহু দূর
মাতাল বাতাস ছুয়ে যাবো, ভুলে যাবো জীবনের স্বরলিপি
...... তোমায় নিয়ে হবো আমি মেঘেদের অতিথি।