অলিখিত অস্তিত্বের আবর্তনে বৃত্তাবদ্ব জীবনের চিরন্তন দৃশ্যস্রোত
দ্রোহের অভিধানে ভুলে যাওয়া অক্ষরজ্ঞান- নতজানু চোখের দৃষ্টি
স্বপ্ন বিভ্রমের ভাঙ্গা কলসি যেন জীবনেরই নির্মমসত্য পান্ডুলিপি।
ভবিষ্যতের গন্ধশুকে নিবিড় পাঠে মগ্ন বিধাতার কার্যকলাপ
জলই শুধু বুঝে জলের নৃত্য, জলভুমির বিষন্ন প্রলাপ,
ক্ষয়িষ্ঞু সময়ের মোহমুক্তি, চেহারায় রেখে যায় দীর্ঘ ক্লান্তির ছাপ
জলতৃষ্না ণৃত্য করে, ঘৃনার উৎসবে চলে আরেকটি জীবনের হিসাব।
বেহায়াপনা আর ঠিকানাহীন পএপাঠে, ভালোবাসার প্রাচীন স্বরলিপি
রৌদ্রদগ্ধ দূর্বাঘাসে পা রাখা অপটু কিশোরী ভাবে যৌবন আসুক
উদ্যত শশ্নানের পুড়াকাঠ চকিত শিহরন আগলে রেখে নাচে-
গন্ধমের নেশায় ধ্রুপদী রাতে, বেহালার কম্পিত তারে তারে।
নিশুতি রাতের অন্ধকারের স্থুপে, শেয়াল-কুকুর খোঁজে অচেতন ঘুমপারা
প্রেম-ভালোবাসা তখন ছুটে বৃত্তের ভিতর, বিভ্রান্ত পথিকের মত
আর প্রেমিক প্রেমিকার মৃত্যু তখন ঝড়া পাতার মতোই সহজলভ্য।