ভালোবাসার সবচেয়ে গোপন জায়গাটা যখন
উটে আসে বিস্লেষনী ছকে, অর্থনীতির মৌলিক চাহিদা-সূত্রে
তোমার শরীরের ক্ষুধা আর মনের প্রশান্তি দোল খায়
বানিজ্যের স্বচ্ছ-অস্বচ্ছ সম্পর্কের দোলাচলে......
তখন হটাৎ, এই নব্য-নবাবরাই তোমার কাছে অভিজাত
কারণ......... তুমি অর্থনীতি অনেক ভালো বোঝ।
এই অভিজাত শ্রেণীই চাঙ্গা অর্থনীতির গতি নিয়ণ্থক
আভিজাত্য আর অর্থনীতির এই মধুর সম্পক.........
তোমাকে তোমার রঙ্গিন আগামীর মনভোলা ছবি দেখায়
বাজার অর্থনীতির ক্রমবর্ধমান বিকাশে তাই তুমি আজ
বিদেশী পণ্যের মত, আভিজাত্যের লোভনীয় তকমা।
নব্য-আভিজাত্যের এই দাপুটে নবাবরা টাকা দিয়ে সব কেনে
শুদ্ধ বিবেকের প্রশংসা করে, কিন্তু পছন্দ...... শেষ পর্যন্ত
বাজারমুখী অর্থনীতির ধণ্যাঢ্য নবাবের টাকার গন্ধ,
বিমুখ হয়ে তাই মুখ থুবড়ে কাদেঁ বঞ্চিত বিপন্ন ভালমানুষি
কারণ......... তুমি বাজার বেবস্থা অনেক ভালো বোঝ।