ততদিন বেঁচোনা তুমি
যাতে করে আমার শবের পাশে বসে
গিলে ফেলতে হয় সমস্ত কান্না, ত্রাসে।
বিপথে যাইনি আমি,
বিদেশে যাইনি, কর্পোরেট স্বপ্ন ভুলে
কাছাকাছি ছিলাম, তোমার স্বপ্ন ছুঁয়ে।
কিন্তু দেখ, শহরের রোগ
ছেয়ে ফেলেছে আমায় ...
আমিও তো মধ্যবয়সী হলাম!
বার্দ্ধক্য নিষ্পাপ শিশু, ততদিন ভালো
যতদিন ঘিরে থাকে কোনো যুবকের কাঁধ।