যে কথার জন্ম হয়নি এখনো
সবে মাথা তুলছে মোরামের ফুটপাথে
সে কথা আমার সাথে আড়ি দিয়ে চলে যায় …
কিশোরীর দৃশ্য কুড়ানো কোঁচর থেকে
প্রত্যুৎপন্ন কয়েকটি রেণু বনপথে উড়ে যায়
আমার হারানো কথাগুলি খোঁজে।
যে শ্রবণে শুধু শ্রমণের অধিকার
যে ভ্রমণে শুধু ভ্রামকের অধিকার
ইন্দ্রিয় অগ্রাহ্য করে আমি
তার পেছন পেছন ছুটি …
ছুটে যাই, ছুটে যাই
প্রেমাবশ, প্রেমাস্থ,
আমি হাওয়া দু'নলা বন্দুকের
যা বুলেটের পেছনেই থাকে।