@ মৌলিক মজুমদার
ছাড়া তো সহজ,
সহজেই ছাড়া যায়
সিগারেট, মদিরা পেয়ালা
আর তুমি?
হাত ছেড়ে দিয়েছি কবেই
তোমার মাথার দিব্যি
মদ, সিগারেট, মাংসাশী কবিতা জঁর ...
কোমল হৃদয়, তার
তাজা রক্তে ঘর ভিজে গেছে
ঘর ডুব ডুব,
চৌকাঠ ডিঙিয়ে এলে তুমি
সেই অনুষঙ্গে মনে পড়ে গেল,
কামনা বাসনা সব ত্যাজে
কেমন নিপাট সাফা করে রেখেছি
ফিরবার পথ ...