@ মৌলিক মজুমদার

চোখের তারায় যে প্রদীপ জ্বলে তা আজন্মলালিত,
সুর্মা পরতে হয় না,
ফোঁটা দিতে হয় না,
দেখি না আর আজকাল তাকে।


আছে আরেক পৃথিবী
শ্বাপদ বিপদ ঘেরা …
তার পাঠ থেকে উঠে আসে কিছু আন্তরিক অবসাদ।
আন্দাজ করি
দুই পংক্তির মধ্যিখানের সাদা
তার কাছে নির্বিরোধী সালতামামি মঞ্চ শুধু এক।


প্রদীপ চায় রামমন্দির,
চায় ট্রিপল তালাক রদ,
চায় শুতে
পুরুষের দুই আযানের মধ্যে।