যাকে আমি সাগর বলি, সে সকল নাব্যতা হারিয়ে
বেলাভূমি হয়ে যায়,
এখানেই থাকি আমি, এখানেই গিঁথে গেছে
মাটিতে মাস্তুল।
যার নাম ধরে চীৎকার করি, সে তুমুল খেলায় কন্ঠ হারিয়ে ফিসফিস করে ,
ভালোবাসার কথা তার আর আসে না।
আমি দাবানল জ্বালি, সংকেতে দিই আমার অবস্থান,
বৃষ্টি নামে, তাপ শুষে নেয়
সাইক্লোন আসে, ঘোর মুছে দেয়
বিপদসীমা এইতো দেখি বুক গলা ছাপিয়ে
ভাসায় ...
আমার সুতোয় নাচন থামেনা।
Dance