বেশি কথা বলব না, কিছু শব্দ লিখছি, অক্ষরবৃত্তে মাত্রা গণনা কেমন হবে যদি কেউ আলোকিত করেনঃ-
১) হয়
২) নিশ্চয়
৩) নিশ্চই
৪) দৈবাৎ
৫) দুঃখ
৬) আঁধি
৭) নমঃ
৮) ধরুন, "যমুনাবতীর ককটেল হয়ে যায়" --- এই পংক্তিটি কোনো অক্ষরবৃত্তের কবিতায় ব্যবহৃত হয়েছে, এখন,
যমুনাবতীর - ৬ মাত্রা
ককটেল- ৩ মাত্রা
হয়ে - ২ মাত্রা
যায় -২ মাত্রা,
এবার ধরুন ছন্দের প্রয়োজনে পর্ব বিন্যাস হলো এরকম----
"যমুনাবতীর কক /টেল হয়ে যায়" (৮/৬ হলো কি এটা? ককটেল শব্দটি আদতে ৩ মাত্রা, কিন্তু পর্ববিন্যাসের কারণে দু ভাগ হলো, কক/ টেল... এখন ককটেল এর কক যেহেতু পূর্ববর্তী পর্বের অন্তর্ভুক্ত একক শব্দ হয়ে দাঁড়ালো তার মাত্রা সংখ্যা কি অক্ষরবৃত্ত নিয়মে দুই হবে, নাকি ককটেল শব্দের প্রথমে ব্যবহৃত যুক্ত অক্ষর বলে অক্ষরবৃত্তের নিয়ম অনুসারে এক ই থাকবে?