উবু হয়ে বসেছি বছর কুড়ি আগে লেখা
কবিতার সামনে,
গনগনে আঁচে পুড়ে যাচ্ছে মুখাবয়ব,
কবিতা হয়নি, বাঘ হয়েছে।


আয়নার সামনে
এক বৃদ্ধ টারজান
ছেনেঘেঁটে দেখে কবিতার
আদিম শরীর ...


উলু দিয়ে ঘরে তুলি,
কর্দমতা দাসখৎ দিলে
ধান আর মান বেঁচে যায়।