নিঃশব্দে যেওনা
বলে যেও 'যাচ্ছি'।
অনন্ত অপেক্ষার চেয়ে বিদায়ের দাঁড়িটুকু স্বস্তির।

চেন্নাই শহরের শল্যবিদের জন্য চাক ভাঙা ভালোবাসা,
বিশ্বাস ও আশা …

সে শল্যবিদ শেষমেশ বিশ্বকর্মা,
কসাই হয়ে ওঠার লোভ থেকে উত্তরণের মন্ত্র
তিনি শিক্ষা ও জাত্যাভিমান থেকে পেয়েছেন।


ফিরে এসে বাসর সাজাও।
মাটির ওপর গাছের বাঁধন না থাকলে
তা বৃষ্টিতে সহজেই ধুয়ে যায়,


তুমি গাছ পাও,
সারগর্ভ হয়ে তুমি অঙ্গে কিশলয় আনো,
ফলবন্ত হও।