ডায়েরি বাঁচাতে পারিনি।
বরাবর ছুঁড়ে ফেলেছি জলে।
বড় হতে হতে নদী বদল হয়েছে শুধু,
কখনো মনু, কখনো জুরী, তারপর হাওড়া।
ডায়েরিরা বরাবর নদীতেই গেছে।
ফেনিয়ে উঠেছিল কোনো বিষুব বিদ্রোহ?
রাষ্ট্রবিরোধী কার্যকলাপ?
প্রেমিকার গোপন তিলের খবর ছিল?
রবীন্দ্রনাথের সাথে সারারাত কথোপকথন!
মেঘনা গঙ্গা নেই আমার,
জুরী, মনু, হাওড়া -
নিতান্ত অকিঞ্চিৎকর কিছু কথা
চাল, ডাল, নুনের হিসেব
ছিল ...
ডায়েরি বাঁচাতে পারেনি যে জন
আজকাল কবিতায় বাঁচে