১-
এই যে 'সুপ্রভাত' বলে দুটি বন্ধু বেড়িয়ে যায় পৃথিবীর পথে
পিঠে নিয়ে সামান্য তণ্ডুল, কাগজ কুড়ানি তারা
জমা করে পৃথিবীর যাবতীয় নথিপত্র, বিলিব্যবস্থা চিঠিচাপাঠি
এইসব করে...
পৃথিবী কি রাখে তাদের খবর?
সময়চাকায় তাদের চলার পথ আঁক হয়ে বসে,
হাসিমুখে দুই বন্ধু
নিয়ে চলে পৃথিবীর কুশল খবর …
-২-
তাদের নিজস্ব কথা?
কম কথা বলা লোকটির
কথা কমে যায় আরো,
বয়ে বয়ে পৃথিবীর ভার
ভালোবাসা চলে যায়
নোঙরের দিকে, উৎসের দিকে,
আত্মচেতনা আসে।
কম কথা বলা লোকটির থেকে নিয়ে নেয়
বাচাল কবিতা, সেও নেয়ে নেয়
না বলা কিছু আচরণে ...
চেয়েই রয়েছে স্থির
ফাতনার দিকে।
-৩-
প্রগলভা নারীটি
পৃথিবীর কাছে রেখেছে প্রেম,
হাসির ছলকে বাজানো দোতারা
রেখেছে পেয়ালা সাজিয়ে।
বোঝে, আর কথা হবে না
মনে মনে বদলিয়ে তারা পরস্পর
অবিনশ্বর আত্মা হয়েছে!
-৪-
রাত্রি আসে,
জোনাকি কিংবা তারাদের সাথে
তারা পৃথিবীকে বলে 'শুভরাত '।