মন খারাপ হলে গাছপালা দেখা শুরু করে মানুষ
চেনে বিকেলের অস্তরাগ, তাতে সিঁদুরে মেঘের আনাগোনা


এমন এক মন খারাপ করা বিকেলে
পার্কে বসে দেখেছি আমি, দলেদলে মানুষ যায়
হাসিকান্না, রাজনীতি, মুখোশ, অভিনয়ে ...


আমি আমার বিকেল থেকে তাদের ছিন্ন করতে চেয়েছি
অন্য কোনো পৃথিবীর আলো তো পড়ছিল আমার মুখে
প্রশান্তির বাতাস তো বইছিল কপাল ছুঁয়ে


কিন্তু আমি সমর্থ হইনি
আমার দিব্যজ্ঞান
আমার তৃতীয় চোখ
মানুষে মানুষে মোড়া
মধ্যবিত্ত সুখ দুঃখ,
মাঝারি মানের কবিতা
মনখারাপের মাঝারি অবসাদ
পেড়ে ফেলে আমাকে।


পৃথিবীর গূঢ় সম্ভাবনা
গাঢ়তর অসুখ আমাকে গভীর খাদে আবাহন করে।


তবু আমি ফিরে যাই আমার মন খারাপ করা বিকেলের কাছে
মধ্যমপন্থা শ্রেষ্ঠপথ