@মৌলিক মজুমদার


কই মাছ কড়া ভর্তি তেলে ফেললে লাফায়
তার নাচ দেখে সুখ পায় কেউ কেউ ...
তেল-কই রসনায় এনে দেয় বিদ্যুৎ।
অনুসঙ্গে মনে পড়ে গণ্ডাছড়ার সুখরঞ্জনের কথা
চব্বিশ ঘন্টা নাগাড়ে কাতড়েছে বেডে
করোনায়, অক্সিজেন পায়নি তাই ...

শুনেছি যীশু খ্রীষ্ট এসে দাঁড়িয়েছিলেন শিয়রে
আশপাশের বেডে সমস্ত সহযাত্রী আতঙ্কিত
দেখেছিল তাদের ভবিতব্য, গুনেছিল মাধুকরী

এটা কোনো কবিতা না
এটা কোনো শ্লোগান না
এটা বিষোদ্গার না
রাজপথ কাঁপিয়ে দেওয়া মিছিল না
এটা তেল-কই খোর জনতার ভবিষ্যৎ-বাণী
এটা আমার সমান্তরাল দেওয়াল লিখন