সকল অপরাধ শেষমেশ যে অন্ধকারে লুকায়
সে আলখাল্লা ছেয়ে আছে এক পৃথিবী জুড়ে,
তার থেকে ইঁদুর বাদুড় বেরোয়, সাপ চামচিকে বেরোয়,
মাঝে মাঝে বেরোয় অভয়বাণীও।
কিন্তু কেউ ভাবতেই চাইনা যে
আলখাল্লার ভেতরের জন্তু কতখানি নিরুপায়,
শিষ্টপালনের প্বার্শপ্রতিক্রিয়ায় আস্তিনের তলায়
তাকে লালন করতে হয় জান্তব এশতেহার।


শহরে মোমবাতি মিছিল হয়,
অরাজনৈতিক ঘেরাওমঞ্চে কেঁপে ওঠে মসনদ,

তারপর, তিলোত্তমা,
আপনাকে উপহার দিলাম আমার স্বপ্নে পাওয়া
আলখাল্লাখানি।