মৌলিক মজুমদার

তোমার পরকীয়া তোমাকে চন্দনবনে নিয়ে যায়
দুহাতে তুলে নাও, গায়ে মাখো, আকন্ঠ পান করো
চন্দন চন্দন।


তারপর কপালে তুলে নাও,
চন্দনচর্চিত,
খঞ্জনী বাজে, অবিকল রাধা, অবিকল মীরা।


খুব মিহি দুঃখবোধ, অপরাধবোধ
সব যমুনায় ভেসে যায় …
সাদা খরখরে ঠোঁট,
ঠোঁটের বুদবুদ … বুদবুদে ঘোর কৃষ্ণকায় প্রতিবিম্ব

ফাঁদা প্রেমজাল এ ভুবনে,
কপালের চাঁদা
সবুজ হলুদ, হলুদ সবুজ
ক্ষয়াটে হলুদ … সাদা।