এক্ষুণি কবির স্ত্রী আসবে
একটি অনাগত শিশুর কথা বলবে,
যে দেবশিশু কবিটির মুখ চেয়ে আছে।

শিশুদের সাথে কবিতার কোনো বিরোধ নেই,
আমিও প্রবোধ দিয়েছি নিজেকে
আসা আর যাওয়া
নিত্য সারাৎসার।

শিশু আসুক, কিংবা কবিতা
পিতা তো পিতাই।