নকল জামা খুলে এইমাত্র বসেছেন তিনি
পুঁতি গুনছেন
দিন গুনছেন এক একটা পুঁতি ধরে ধরে।
রাস্তায় তো বেমালুম বলে দিল কেউ,
" রাজা তোর কাপড় কোথায়? "
কাপড় কোথায়?
কাপড় দিয়ে শব ঢাকা হয়েছে,
সন্ত্রাসবাদী শব
সৈনিকের শব
পথচলতি মৃত মানুষের,
করোনায় মৃত।
রোটি কাপড়া ওউর মকান
রোটি শেষ
কাপড় শেষ
ওউর মকান …
তাতে দোঁহে থাকি
অপেক্ষা করি
ইট ফুঁড়ে আসবে কেউ
অক্ষয় কাপড় জোগাবে
ব্রজবাসী রুটি জোগাবে
অম্লমধুর প্রেম যোগাবে।
আর আমি খাবি খেতে খেতে মরে যাব
করোনায় মৃত