সে সেখানে নেই,
গাঢ অভিমান হয়েছে বোধয়,
কিংবা যুদ্ধ লেগেছে আফগানিস্তানে ...
চোখ খুলতেই দেখলাম
ভীড়ে ভীড়াক্কার
সবুজরা একদিকে
সুবোধরা একদিকে
সে কোত্থাও নেই
কবিতাপাঠে
লিটলম্যাগে
একশোসাতে
জোড়াপাঁঠায়
সে কবিতার অভিমুখে গেছে,
কী আমার দায়
এতটুকু জানাবার ছাড়া!
জানালাম,
নমস্কার,
পেলে কুশলটুকু নিয়েন
গ্যাজেটের বাইরে এই আছে আমাদের
আমাদের যা আছে তা থেকে দু "এক বিন্দু দিলে
সাগর শুকায় না।