দাঁড়াও
দুর্যোগ কেটে গেছে,
এখন আমাদের অনন্ত সময়,
চিকিৎসকেরা দীর্ঘায়ু করেছে আমাদের,
প্রকৌশলীরা ফিরিয়ে দিয়েছে
যত বাঁধ ও সেতু,
সমস্ত সরোবর ফিরে পেয়েছি আমরা।

এই মহেন্দ্রক্ষণে
অপার বৃষ্টিতে
ভিজে গেছে তোমার বুক।
কী অসম্ভব সম্ভাবনা!
তুমি দাঁড়য়ে আছো দুহাত মেলে
বৃষ্টিতে

দুর্যোগ শেষে বৃষ্টি হয়
তাতে ঝরে পড়ে যায় সমস্ত এসিড,
কালো আকাশকে পিছনে রেখে
তোমার খোলা চুল
এভাবেই গ্রাস করে নেয় আমাকে ...