সৃজনাত্মক কিছু মাত্র
সকলের মাঝেই থাকে
কেউ প্রকাশে সক্ষম, কেউ নয়
নষ্ট করে কেউ অবহেলায়
কেউবা সুযোগের অভাবে ....
নিরলস চেষ্টায় সকলই সাধ্য
চলমানতায় আসতেই পারে
আক্রমন বাঁধার
তা বলে কি অবিচলতায়
হবে শেষ রক্ষা !!
হোক লক্ষ্যই একমাত্র শপথ ।
সৃষ্টিতেই আছে আনন্দ
হোক না তা ক্ষুদ্র অথবা বৃহৎ
তাতে কি বা আসে যায়
আত্মপ্রকাশের সৌভাগ্য
চায় তো অনেকেই
কিন্তু পায় কয়জনে ?
আসুক কিছু করতালি
একটু উৎসাহ কিছু শাবাসি
সমালোচনার সুরে
শুধরে যাক ভুলত্রুটি
প্রস্তর হোক মজবুত
এগোতে হবে অনেক
সামনে রাস্তা অনেক বাকি ।