এক চৌকাঠ পেরিয়ে হয়েছে আগমন
আর এক চৌকাঠ পেরিয়ে হবে বিদায়

প্রথাগত এই যাতায়াত চলবে অবিরাম ....

তবে, যে সময় টুকু থাকে বিদ্যমান
তাই যথেষ্ট ....

এক অনন্য সৃষ্টির জন্য ।।