আমার ঘরের পিছনের আঁধারটা যেন
মায়াবী মোড়কে মুড়েছে
আর রাতখানিও কেমন যেন
আকাশের মত সেজেছে ।
অন্ধকার হোক না জমাট বাঁধা
ক্ষতি নেই তাতে
আজ রাতের আকাশটা
হোক রচিত আমার চোখে ।
উড়ন্ত জোনাকীর দল
উঠুক সেজে নক্ষত্র রূপে
সুদূর পারের গোটা চাঁদখানা
আজ বন্দি করেছি
আমার ঘটির জলে !
মুছে দেবো সব কলঙ্ক আজ
যত আছে তার গায়ে
মুক্তি দেবো ঐ চরকা বুড়িকেও
চাঁদের পাহাড় থেকে !
কাল্পনিক এই মায়ার আকাশে
যা হবে তা এই খেয়ালেই হবে ।