আছে আমার একটি দাদা
বিদেশ পারে থাকে
দেশের কথা পড়লে মনে
দীর্ঘশ্বাস ফেলে ।
নিজেই রাঁধে নিজেই বাড়ে
হাত পুড়িয়ে খায়
পরিবারকে পড়লে মনে
অন্তরে ফোঁপায় ।
বাধ্য হয়ে প্রবাস কাটে
উপার্জনের দায়ে
নিজের মনের কষ্ট কথা
কাউকে সে না বলে ।
জন্মদিনেও ভীষণ একা
কেউ নেই তার কাছে
আজ মিষ্টান্নটা রান্না করে
কে দেবে তার পাতে ।
মনের ব্যথা খাতায় সাজে
উপন্যাসিক সে
আসর জুড়ে সবাই চেনেন
আমার শুভ্র দাদাকে ।
# আজ আমাদের সকলের প্রিয় কবি এই আসরের উদ্যমি কবি
শিমুল শুভ্র দাদার জন্মদিনে আমার তরফ থেকে এক ছোট্ট উপহার দাদাকে #