কোন এক চৌরাস্তার মোড়ে
ভিড় যানজটের স্থির চলাচলে
বন্দী আমিও গাড়ির ভিতরে
দেখি এক বাচ্চা ছেলেকে
হাতে টিনের পাত্র নিয়ে
গাড়ি গাড়ি ফেরে শুধু
একাঁচে ওকাঁচে ....
রুক্ষ লাল চুল তার নোংরা গায়ে
ছেঁড়াভোঁড়া জোড়া তালির
ময়লা জামাতে ।
পথের সবুজ বাতি যখনি জ্বলেছে
সেইক্ষণে ছেলেটিও
আমার জানালার ধারে
এসে দাঁড়িয়েছে ।
ওর চেহারার শীর্ণতা, বুভুক্ষের ছবি আঁকে
নজর পড়েছে বটে ,ওর খিদে ভরা পেটে ....
মমতায় মন কেমন নাড়া দিয়ে ওঠে
ভাবি ক্ষুধার যন্ত্রণা এমন
পথে পথে ঘোড়ে !
আমার সন্ধানী দৃষ্টি তখন
ব্যাকুল, আহারের জোগানে
সাথে নিয়ে যাই ওকে
খাবারের দোকানে ।
হর্ণের আওয়াজে কানে
ঝালাপালা লাগে
ফিরবো না আমি ফিরবো না
সারা দিয়ে কারো ডাকে
এক মুঠো ভাত আগে
তুলে দিই ওর মুখে ।