( একটি যৌথ উদ্যোগ )
দেবব্রত সান্যাল ও মৌলী দাস
জতুগৃহের ঈর্ষার আগুন
পান্ডবদের মারবে কি ?
মায়ের আশিস যাদের সাথে
কুচক্রীরা পারবে কি ?
(ছয় গরীবকে মদ গিলিয়ে
মরতে দিলো আগুন কে ,
রাজার জন্য মরবে প্রজা
যতই লোকে রাগুন গে। )
সেই বনেতেই ছিল নাকি
হিড়িম্ব রাক্ষসের বাস।
পান্ডবের মাংস খাবে
পেটটি পুরে মনের আস।
(শহর তোদের আছেই তবে ,
জঙ্গলেতে কিসের খোঁজ ?
শহরটাকে গিললি এখন
বাকি বটে বনের ভোজ।)
মহাবলী ভীমসেন আর
হিড়িম্বকে ছাড়ল না ,
হিড়িম্বাকে করলো বিয়ে
দয়া করে মারলো না।
(ভাইয়ের খুনে আমার খুনে
বনের মাটি লালে লাল,
রাজার মাটা বল্লো এসে
ওঠ ছুঁড়ি তোর্ বিয়ে কাল )
ভীম গেলো ভাইয়ের সাথে
বনেতে আর ফিরল না ,
পাঁচ ভাগে এক বউ পেল
রাক্ষসীতে ভিড়ল না।
("ভাইয়ের বৌএ ভাগ বসিয়ে
সারা জীবন ঘুরলি পিছে ,
বসে বসে তার অপমান
দেখলি তবু , সবই মিছে।
রাজার ব্যাটা মাকুন্দটা
ছেলেটাকেও পুছলো না ,
ছেলে নাতি চড়ল বলি
চোখের জল মুছলো না")
মহাভারতের কথা অমৃতসমান
বাকি সবই তুচ্ছ।
সারমেয় টা তো দাঁড়িয়ে থাকে
নাচে শুধু ই পুচ্ছ।
(সব কিছুরই যুক্তি আছে
সমাজ কিম্বা রাজনীতি ,
ভীম আজ তাই ছোটা ভীম ,
বোঝো সবাই আজ ইতি )