বছরের শেষে খুব যত্নে
ট্রাঙ্কে তুলে রাখে "মা"
নানা রকম নক্সাতে
হাতে বোনা সব সোয়েটার
এগুলো পরম সম্পদ মায়ের
পারদর্শীতার সাক্ষ্য স্বরূপ
নিজস্ব শৈলীর নিদর্শন ....
শীতের রোদে পিঠ ঠেকিয়ে
মধ্যাহ্ন মজলিশের আয়োজনে
হাতে থাকত উল আর কাঁটা ।
হাসি ঠাট্টা গল্পের ফাঁকেই
তৈরী কত সোয়েটার ...
কত উলের নক্সা আঁকা ।
অনেক রোদ্দুরের মতই
গড়িয়ে গেছে মায়ের বয়সকাল
চোখেও আর ঠাহর পায় না তেমন ...
শীত টাও বোধহয়
কষ্ট দায়ক লাগে এখন
স্মৃতির গভীরে লুকিয়ে গেছে
বৈঠকের সেসব গল্পকথা ...
প্রমাণ হিসেবে রয়ে গেছে কেবল
মায়ের হাতে তৈরী করা
শৈত্য শৈলীর কিছু নিদর্শন ।