তুমি মুক্তি চেয়েছ

আমি এক আকাশ স্বাধীনতা দিলাম তোমায়

ঝড় আসলে আসুক
নীড়  ভাঙলে ভাঙুক

অবাধের যন্ত্রনায় ছিন্নভিন্ন হোক স্বাধীনতা ।।