দিদির হাত আজ অনেক দূরে
দূরে ভাইয়ের কপালটাও
ঘরে আসে নি ভাইয়ের পছন্দের
পাঁচ পদের মিষ্টি গুলোও
শুকিয়ে আছে চন্দন পাটাটাও
ভালো তেলের প্রদীপে
কাজল পাড়া হয় নি এবার
থালায় সাজানো হয় নি ধান দুর্বাও
ভোরের শিশির তোলার তাড়াও ছিল না কোন
নিয়ম অনুযায়ী বেলা বাড়ার সাথেই
মিলিয়ে গেছে জলকণাও
খানিকটা আমার মন খারাপের মতই
চোখের কোনায় বাসা বেঁধেছিল
ক ফোঁটা জল
নিজের অজান্তেই
গড়িয়ে পরেছিল ভাইয়ের মঙ্গল কামনায় ।।