লক্ষ্মীর ব্যয়ে লক্ষ্মী প্রতিমা
দোকানি গৃহিণী উভয়ই চপলা
আলতা সিন্দুঁরে ঘরের কমলা
পড়নে লাল পেড়ে শাড়ী মাথায় ঘোমটা
হাতে শাখা পলা রমণীর গহনা ।
ঘট সাজিয়ে আসন পেতেছে
গৃহলক্ষ্মীর হাতে লক্ষ্মী সেজেছে
ধান মান সব নানা উপচারে
পাঁচ গোলা ভরে পঞ্চ ফসলে ।
নৈবেদ্য ভোগ কলা আলোচালে
প্রসাদের থালা কত ভাগে ভাগে
খিচুড়ি পায়েস নাড়ুতে মোয়াতে
সমস্ত কিছুই মা লক্ষ্মীর অর্পণে ।
দুয়ারে দুয়ারে আল্পনা আঁকে
লক্ষ্মীর চরণ ধানের শিষে
ধূপ ধুনো আর প্রদীপ জ্বেলে
লক্ষ্মীর সাধনায় লক্ষ্মীরা মাতে ।
কোজাগরী রাতে পাঁচালির পাঠে
অচলা লক্ষ্মীর আশিস চাহে
উলুস্বর আর শঙ্খের ধ্বনিতে
লক্ষ্মীর ব্রত সমাপন করে ।