**প্রয়াত পীয়ূষ গাঙ্গুলীর স্মরণে**


মাতৃ আহ্বানের সপ্তমী রাত্রিতে
চারিদিকে যখন প্রতিমার দর্শনার্থীদের ভীড়
ঠিক সেরাতেই কৃতান্তের দৃষ্টি কবলিত হয়
প্রাণচঞ্চল নাট্যকার,অভিনেতা স্বতঃস্ফূর্ত মানুষটি ।
আকষ্মিক ভাবেই যমদূতের ডাক এসেছিল তাঁর কাছে,
ঘুণাক্ষরেও প্রস্তুত ছিল না সে
কোন রির্হারসাল ছাড়াই
উঠে পড়েছিল মৃত্যুর মঞ্চে ...

নির্ধারিত নাটকের নাম ছিল
    "যমে মানুষে যুদ্ধ"
টানা পাঁচদিন লড়ায়ের  পর
অবশেষে পরাজিত হয় সেই মানুষটি ।
মৃত্যুর মঞ্চেই সমর্পিত করেছে নিজেকে,
আর কোনদিনও ফিরবে না সে
জীবনের রঙ্গমঞ্চে ।