ভাবছি যাব বাড়ি
নিতে হাতেখড়ি
বাঁধবো সংসার
খুঁজছি পোক্ত দড়ি ।
দেখেছি মাকে
রান্নাঘরে ফোঁড়নের ঝাঁজে
নেয়ে ঘেমে একশা
উনানের তাপে ...
তবুও মনোযোগী
আহার জোগানে ।
ঝাড়ু পোছা নাওয়া সেরে
নিপুনা গৃহিনী ,
ভক্তিসহ পূজো করে
দেব আসনে যোগিনী ।
স্বামী সন্তানের মঙ্গলার্থে
উপনীত হয় ব্রতের পালনে .
আত্মীয় পরিজনে সদা মিষ্টভাষী
সুখের আলয় গড়ে
নিজ গুনে নারী ।
এখনও নবিশ আমি
সদ্য সংসারি
মায়ের থেকে নেব শিখে
সুখের মন্ত্রবাণী ।