হিমেল বাতাবরনে
শুভ্রতার আভা ।
কাঠিন্যের দশায় ,
শৃঙ্গ আকারে অনড়
অতিকায় পর্বত ।
উষ্ণতার তারতম্যে
বিগলিত হিমানী
হয় ক্ষরস্রোতা ...
ধাবিত প্রবাহে সাথী
রূপান্তর কিছু শিলা ।
প্রস্হিত গামিনীর পতন
ধরণীর বক্ষে
তৃষিত ভূমির
অনুবোধে সিক্ততা
আবাদে উপযোগী
অনুরূপ উর্বরা ।
প্লাবিত জলের তোড়ে
পলি চরা যায় ভরে
জীবন জীবিকা চলে
গাঙের ভরসা করে ।
খেয়া পারে মাঝি বাঁচে
ধীবর মাছের চাষে ।
কল্লোলে নদী বহে
নিজ পথে নিজ বাঁকে
সাগরে মিলিত হয়ে
স্থিতিশীল মোহনাতে ।