তোমরা সবাই জানো
১টা বছর হবে আমার
তবুও অনেক ছোট ।।
এখন আমি দাঁড়াতে পারি
হাঁটি ধরে ধরে ,
একটু একটু বলতে পারি
এলো মেলো করে ।
নেমন্তন্যটা করছি আমি
এটাই সবাই ভেবো ।
আমার প্রথম বছর জন্মদিনে
তোমরা সবাই এসো ।
মা বাবাকে পাঠাচ্ছি তাই
তোমাদেরই বলতে
আমি না হয় পরেই যাব
যখন পাড়বো চলতে ।
রাগ কোরো না কেমন,
দিনটা রেখো মনে
আশির্বাদ টা এসেই দিও
আমার জন্মদিনে ।
তোমাদের তিতির
***আমার বান্ধবীর দাবি ওর মেয়ের জন্মদিনের
কার্ডের কবিতাটা আমায় লিখে দিতে হবে ।কবিতাটা পড়ে যেন মনে হয়,কথাগুলো তিতির (বান্ধীর মেয়ে) বলছে ।তাই এই প্রয়াস ***