রাশি রাশি পার্বতী শিবমন্দিরে
মনযোগী হয় সবে
ব্রতের পালনে ।
জোড় হাতে নত শিরে
করে প্রার্থণা
শিবসম স্বামী চাহে
নিষ্ঠামনে বামা ।
ঘি মধু দুধ চন্দন গঙ্গা জল দিয়ে
চতুষ্প্রহর জেগে
শিবলিঙ্গে ঢালে ।
বেল ফল থাকে সাথে
প্রসাদি থালায়
হুক্কাতে দম দিয়ে
তামাক সাজায় ।
আকন্দো ফুল গেঁথে করে মাল্যদান
ধুতুরা ভাটির ফুলে
পূজো করে নারীগন ।
দিবানিশি উপবাসে
করে উপাসনা
শিবের করুণা চাহে পূরাতে বাসনা ।
*** শিবরাত্রির শুভেচ্ছা রইল কবিতায়***