মন সায়রে রাজতরঙ্গের ধ্বনি শ্রাব্য
হবে অভিষেক ।
আরম্বরতায় পরিপূর্ণ ...
ঝাঁ চকচকে রাজমহল,
এক কনা ত্রুটি খুঁজে
পাওয়ার জো নেই ।
ভাবি রাজকুমার প্রস্তুত
রাজ্যের দ্বায়িত্বভার গ্রহনে ।
শপথ উচ্চারণে রাজা
সিংহাসনে হন আসীন ...
রাজকার্যের ন্যায্য প্রতিচালন
বিচক্ষণীয় ও দুরূহ বটে ।
এই পদে অধিষ্ঠিত প্রতিনিধির কাছে
বর্তমানে অধিক প্রভাবিত হয়
রাজকোষ,রাজভান্ডার ,
বিশেষত ক্ষমতার প্রতিপত্তি ।
অধিপতি ই শ্রেষ্ঠ...
দৈববানীর মত মান্য হয়
তার আদেশ ,
রাজ্ মুকুট রয়েছে যার শিরে ।