ক্ষণিক কুঁড়েমির ঘোর কাটিয়ে
আবার সতেজ হয়েছে মন
জোঁয়ার আসবে কবিতার আসরে
কাটিয়ে ভাটার সঙ্কোচন ।
মরিচা প্রলেপিত ভাবনা চিন্তায়
তীক্ষ্ণতা প্রয়োজন,
মস্তিষ্ক আজ বিষয় সন্ধানী
মনে ভাবনার উদয়ণ
প্রাণ ফিরে পাবে কবিতার খাতা
করেছি রচনার আয়োজন ।