***
নিঃসঙ্গতার অন্ধকারে
একাকী আমি
গুমরে মরি রোজ
তবুও শ্বাস-প্রশ্বাস চলে ।


***
রোদ না ওঠা হিমেল দিনে
শীতল শরীর
কনকনে বাতাবরনে
একটু উষ্ণতা চায় মন ।