রাত পোহালেই বড় দিন
যিশুখ্রীষ্টের জন্মদিন
সাজবে চার্চ,সাজবে শহর
কাটবে কেক হরেক রকম
স্যান্টা দাদু ঝোলা কাঁধে
আসবে অনেক উপহার নিয়ে
মাথার কাছে রুমাল রেখে
ঘুমোয় শিশু সেই আশাতে
আর এক শিশু থাকে আশায়
অনেক কষ্টে রাত সে কাটায়
গরম পোশাক নেই যে তেমন
শীতের জেরে হয় সে কাতর
শুকনো রুটি অল্প খেয়ে
কোনমতে আধপেট ভরে
স্যান্টা দাদু জাদু করবে
দুঃখ সকল পালিয়ে যাবে ।