আকাশ পানে চেয়ে ভাবি
বৃহৎ কতখানি !
দৈর্ঘ্য,প্রস্থ,উচ্চতায়
মেপে খানিক জানি ।

মনের কাছে প্রশ্ন করি
তার কত গভীরতা !
প্রেম,অভিমান,হিংসা,ঘৃনার
তফাৎ বোঝে কি না ।

জলের ধর্ম শুধুই তরল
নিয়ম সরল বটে ,
যেমন পাত্রেই রাখি তারে
তারই আকার ধরে ।