তেত্রিশ বৎসর পূর্বে
অনন্ত কালের অন্ধকার ছিন্ন করে
ধাত্রীর অপরিসীম প্রসব যন্ত্রনায়
অগ্রহায়ণের অদ্য প্রভাতে
পৃথিবীর আলোয় পদার্পণ তোমার ।
যাত্রা শুরু জীবনের ...
শিশুকালে আদরে যত্নে
বেড়ে ওঠা ক্রমান্বয় ।
সময়ের অতিক্রমে নিয়মিত
বৃদ্ধি বিকাশ ...
সমাজ,সংস্কার,ন্যায়,অন্যায় বোধে
গড়ে তোলা নিজেকে ।
স্বভাবত কর্তব্যপরায়ণ,ধৃতিমান
এক যুবক ...
অধ্যয়ন সমাপ্ত করে প্রতিষ্ঠিত
সুযোগ্য পরিণত হওয়া ।
একদিন পরিণয়ের বন্ধনে
স্বামী সংসারি ....
জীবন এগিয়ে চলে আগামীর আশায় ।
পূর্ণ হোক তোমার সকল অভিলাষা
সতেজ,সচেতন,আরোগ্য
আয়ুষ্কালে দীর্ঘজীবী হও তুমি ।
পরমাত্মার নিকট জানাই প্রার্থনা ।
তোমার উপস্থিতিতে প্রতিবৎসর
পালন হোক ,তোমার শুভ জন্মদিন ।