ইসকুলে যায় কচিকাচা
ভর্তি বইয়ের ব্যাগটা নিয়ে
পিঠের ভারী বোঝার তলে
শৈশবটা যায় পিষে ।
ভীষণ ব্যস্ত জীবন তাদের
ফুরসৎ নেই খেলার
পড়া ছাড়াও থাকে অনেক
ভিন্ন কিছু শেখার ।
বাবা মায়ের মন ভরেনা
অল্প নম্বর পেলে
নব্বই শতাংশ পেতেই হবে
প্রতিটা বিষয়ে ।
নাচে গানে ডিসটিংশান
পেলেই ভাল হয়
প্রতিযোগিতায় সবার সেরা
আখ্যা পাওয়া চাই ।
সকাল হতে রাত্রি পেরোয়
শেখা পড়ার মাঝেই
সময়টা নেই খেলাধূলোর
শ্রেষ্ঠ হওয়ার ত্রাসেই ।