কলম হাতে নিয়ে ভাবছি
কিছু লিখব সাদা কাগজের ওপর
তারপর শব্দ খুঁজি...
  ওরা সকলে বেড়াতে গেছে দলবেঁধে
মগজের ধারে কাছে কেউ নেই
  শব্দরা না ফিরলে...
বাক্যরা গঠন হবে না বলেদিয়েছে
  ছন্দ গুলো এলো মেলো এদিক সেদিক
কিছুতেই সাজাতে পারছি না ওদের
  একরাশ শূণ্যতায় অপেক্ষা রত
পরিচ্ছন্ন পৃষ্ঠা....
  কবে ফিরবে শব্দরা?
ওরা না ফেরা পর্যন্ত আকি বুকি লিখে
  পূর্ণতা দিই পরিচ্ছন্ন পৃষ্ঠায় ।